যশোরে পূজা পরিষদের উদ্যোগে আইনজীবী সহকারী সমিতির সদস্যকে সংবর্ধনা

যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সদস্য শিমুল কুমার বর্মনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদ চাঁচড়া ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার চাঁচড়া বর্মনপাড়া শিমুল কুমার বর্মনের বাড়ির প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদ চাঁচড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা সদস্য ও ভাতুড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ শচীন্দ্রনাথ গাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ চাঁচড়া ইউনিয়ন শাখার সভাপতি স্বপন বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ চাঁচড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শচীন দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাচঁড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুবোধ কুমার বর্মন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আনন্দ বর্মন, সাধারণ সম্পাদক বিশিষ্ট মংস্য ব্যবসায়ী রামপ্রসাদ বর্মন, প্রশান্ত বর্মন, বাসুদেব বর্মন প্রমুখ।
চাঁচড়া থেকে প্রথমবারের মতো যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির একজন নির্বাচিত সদস্য হওয়ায় পূজা উদযাপন পরিষদ চাঁচড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ চাঁচড়া বর্মনপাড়া গ্রামের সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
—রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর