Tuesday, December 10, 2024

মনিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় যশোরের মনিরামপুরে  প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতা। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানানো হয়। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলন মনিরামপুরের শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন তারা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২ টায় শহীদ মিনার চত্বরে সামনে থেকে শুরু করে গরুহাটা মোট পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ সময় ‘জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি’, ‘এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’,‘আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাই নাই’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।

বিক্ষোভ মিছিল শেষে মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি ফয়সাল মাহমুদের সভাপতিত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি মোস্তাকিম আল রাব্বি সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজত ইসলাম মনিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মওলানা আশরাফ ইয়াছিন, ছাত্র জমিয়ত বাংলাদেশ যশোর জেলা শাখার সদস্য সচিব তালহা বিন রশিদ, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, যুব আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মওলানা আব্দুস সালাম,  ইসলামি ছাত্র শিবির মনিরামপুর উপজেলা শাখার সভাপতি ইশতিয়াক ইবনে জামান, ছাত্র অধিকার পরিষদের মনিরামপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক নাঈম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাকসুদুল আলম রোহান। বিক্ষোভ সমাবেশ পরবর্তী দোয়া পরিচালনা করেন এস এম মারুফ। আন্দোলনকারীরা  বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর