Sunday, December 15, 2024

যশোরে পুলিশের এসআই খাইরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ

যশোর আদালতের কোতয়ালি জিআরও পুলিশের এসআই খাইরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবি এবং উদ্ধতপূর্ণ আচারণের অভিযোগ করেছেন কয়েকজন আইনজীবী। বিষয়টি কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রতিকার পেতে তারা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

আইনজীবীদের সূত্রে জানা যায়, ২০ জন আইনজীবী স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগ দুই সপ্তাহ আগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কোতয়ালি জিআরও এসআই খাইরুল ইসলাম সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইনজীবীর সাথে চরম দূর্ব্যবহার করে আসছেন। আইনজীবী এবং আইনজীবী সহকারীদের (মহুরি) কাছে তিনি বিভিন্ন অঙ্কের টাকার উৎকোচ দাবি করে থাকেন। উৎকোচ না দিলে তিনি উদ্ধতপূর্ণ আচারণ করেন। যাতে আদালতের পরিবেশ নষ্ট হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআই খাইরুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজী হননি।

 

 

 

রাতদিন সংবাদ/ এহসান জামিল-৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর