Sunday, December 15, 2024

দুদকের জালে যশোরের শাহীন চাকলাদার

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক সদর দফতরের একটি টিম যশোরে এসে গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে তার সকল স্থাপনার পরিমাপ করেছে। দুই সদস্যের ওই টিমে ছিলেন, দুদক সদর দফতরের উপ-পরিচালক মো. শফিউল্যাহ ও সহকারী পরিচালক মো. আল-আমিন।

দুদক সূত্রে জানা যায়, দুপুরে টিমের সদস্যরা গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে প্রথমে শহরের চিত্রা মোড়ের শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবীর ইন্টারন্যাশনাল হোটেল ভবন এবং পরে শহরের পুরাতন কসবা কাঁঠাতলা এলাকার বাড়িসহ অন্য স্থাপনা পরিমাপ করেন।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল-আমিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের স্থাপনা পরিমাপের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপূর্ত বিভাগের প্রকৌশলী দিয়ে স্থাপনা পরিমাপ করা হয় নির্মাণের ব্যয়ের সঠিক তথ্য পাওয়ার জন্য। স্থাপনা পরিমাপের পর গণপূর্ত বিভাগ থেকেই নির্মাণ ব্যয়ের তথ্য দুদকে সরবরাহ করে থাকে। তিনি বলেন, দুদক তাদের অনুসন্ধানের পর অভিযুক্তের কাছে সম্পদ বিবরণী চাইতে পারে, আবার নাও চাইতে পারে। শাহীন চাকলাদারের বিরুদ্ধে যদি মামলা হয়, সেটি যশোর দুদক কার্যালয়ে হবে।

 

অনলাইন ডেস্ক/ এহসান জামিল-২৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর