Tuesday, December 10, 2024

চৌগাছার শওকত হত্যা মামলায় আটক সনুর জবানবন্দি

যশোর চৌগাছার পুড়াপাড়ার শওকত হোসেন হত্যা মামলায় জামাল উদ্দিন সনুকে আটক করেছে পুলিশ। ঢাকা র‌্যাব-২ এর সহযোগীতায় কেরানিগঞ্জের দক্ষিনপাড়া থেকে আটক করা হয়। মঙ্গলবার আটক সনু কে আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবরিয়া আসামির জবানবন্দি গ্রহন করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আটক জামাল উদ্দিন সনু পুড়াপাড়া গ্রামের মৃত কিয়াম উদ্দিন বিশ্বাসের ছেলে।

জামাল উদ্দিন সনু জানিয়েছে, গত ২২ অক্টোবর দুপুরে পুড়াপাড়া গ্রামের মোল্যাপাড়ার নির্মানাধীন রাস্তায় বালি ফেলা হচ্ছিল। এ সময় মিজানুর রহমানের সাথে কামাল হোসেনের বাকবিতন্ড হয়। একপর্যায়ে কামাল ও তার লোকজন মিজানুর রহমানকে লোহার রড দিয়ে আঘাত করে। এ সংবাদ পেয়ে মিজানুর রহমানের ভাইপো ইউসুফ আলী বাড়ি থেকে পুরাতন টিউবয়েলের হাতল নিয়ে এসে শওকত হোসেনের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা শওতক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে মারা যায়।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২২ অক্টোরব দুপুরে পুড়াপাড়া গ্রামের মোল্যাপাড়ার নির্মানাধী রাস্তায় বালি ফেলা নিয়ে গোলযোগে আহত হয় শওকত হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শওকত ২৯ অক্টোবর মারা যায়। এর আগে নিহত শওকতের চাচা মিজানুর রহমান বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে সাত জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। এ হত্যা মামলার আসামি জামাল উদ্দিন সনুকে আটক করে আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ওই জবানবন্দি দিয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-১৬

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর