নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় ট্রাক। এতে ট্রাক ও অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার মোস্তাকিম হোসেন (২৪) ও অটোরিকশা চালক মোহাম্মদ আলফু। এছাড়া ট্রাকের হেলপারকে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কদমচিলান বাসস্ট্যান্ড এলাকায় পাবনা থেকে নাটোরগামী মালবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশা চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া ট্রাকের চালক মোস্তাকিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অনলাইন ডেস্ক/ এ জে-৭