Sunday, December 15, 2024

টঙ্গীতে সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত ১, আহত ১

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন উত্তর আউচপাড়া এলাকায় রোববার মধ্যরাতে অস্ট্রেলিয়া প্রবাসীর একটি বাড়ির সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে হাবিবুল্লাহ (২০) নামে যুবক নিহত এবং আহত হয়েছেন তারই বোন জান্নাতি হাবিবা। আহত হাবিবাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

নিহত হাবিবুল্লাহ শরীয়তপুর জেলার সখীপুর থানার বাহের চর কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান।

 

স্থানীয়রা আরও জানান, সেফটিক ট্যাঙ্ক বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়, এ সময় এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ওই সময় ঘরে অবস্থান করায় তারা দুর্ঘটনায় আহত হন।

 

দুর্ঘটনাকবলিত বাড়িটি অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা মতিনের বলে জানা যায়।

 

এলাকাবাসী জানান, টঙ্গীর উত্তর আউচপাড়ার মোল্লাপাড়া এলাকার অস্ট্রেলিয়ান প্রবাসী সঞ্চিতা মতিনের ৪ তলা বাসার নিচ তলায় সেফটিক ট্যাঙ্ক হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় রুমের ভেতরে থাকা দুজন আহত হন। আহতদের মধ্যে একজন গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

রাতদিন সংবাদ

এজে/৩০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর