Saturday, December 7, 2024

অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। তারা তাদের ভোট দিতে পারবে। তাদের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়। দেরি করলেই ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন।

রোববার (২৪ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে নবীন দলের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি করে। তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তি সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার ৫ আগস্টের পরে এ সরকার দিয়েছে। দুই হাজারের ওপরে ছাত্র-জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়।

তিনি বলেন, তিন মাস অতিবাহিত হলেও এখনো কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেনি। এখনো কেন তার নামের মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না? জনগণের সামনে এ প্রশ্ন জেগে উঠেছে। তাই সরকারের কাছে প্রত্যাশা তারেক রহমানসহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, আমরা তো আপনাদের বিরোধী না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সরকারের কাছে আমাদের দাবিও রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যে জুলুম নির্যাতন করেছে। হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। কবরস্থানে ঘুমিয়েছি। সেখানেও পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে, জুলুম নির্যাতন করেছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসররা যারা এখনো বাংলাদেশে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
তিনি বলেন, আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) সংস্কার করুন। তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচন দেরি হয়ে যায়।

ফারুক বলেন, যে দাবি করেছিল এই দেশ তার বাবার সে কিন্তু বেশি দূরে না। সে হিন্দুস্তানে আছে। সে আবার ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। তার দোসররা এখনো বাংলাদেশে আছে। তাই তাকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনার (ড. ইউনূস) ভয় কীসের? এ দেশের লক্ষ জনতা আপনার সাথে আছে। ছাত্র জনতা আন্দোলন করে রক্ত দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। তাই ভয় নয় সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন– বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর