Sunday, December 15, 2024

নড়াইলে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টায় যুবকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইল প্রতিনিধি: নড়াইলে যৌথবাহিনীর চেকপোস্ট ব্যারিকেড ভেঙে পালানোর সময় সজিব হাসান (৩০) নামে এক যুবককে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে সদরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় বিভিন্ন অপরাধে আরও ৯ জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত সজিব হাসান নড়াইল সদরের ডুমুরতলা গ্রামের সাঈদ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কের শৃঙ্খলা ফেরাতে শনিবার বিকেলে নগরীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিল যৌথবাহিনী। এসময় চেকপোস্টের ব্যারিকেড ভেঙে পালানোর সময় সজিব হোসেন নামে এক যুবককে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিনদিনের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়াও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট পরিধান না করা, মোটরসাইকেলর লুকিং গ্লাস না থাকাসহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।

আরও জানা যায়, সামছুল হুদা, শামীম, জসিমউদদীন প্রত্যেকে ১ হাজার টাকা, রানা আহমেদ
দ্বীপ অধিকারী, রিয়াদ, নাসিম, জসিম মোল্যা ও সজিব হাসান প্রত্যেকে ৫০০ টাকা করে মোট ৯ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। অপরাধ বিবেচনায় স্বল্প জরিমানা করা হলেও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর