Sunday, December 15, 2024

মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর গণসমাবেশ

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ’বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় মোরেলগঞ্জ উপজেলার ডেউয়াতলা বাজারে অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ এ শুরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ রেজাউল করিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ এ শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর এডভোকেট. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ,বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক আব্দুল আলীম।
অন্যান্যর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোংলা উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক কহিনুর সরদার,মোরেলগঞ্জ পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহিববুল্লাহ রফিক, জিউধরা ইউপি সাবেক চেয়ারম্যান এডভোকেট মো.রফিকুল ইসলাম স্বপন,পৌর সহকারী সেক্রেটারি মোঃ রেজাউল করিম, জিউধরা ইউনিয়ন সভাপতি মাওলানা কবীর আহমাদ,সেক্রেটারি মাওলানা আব্দুল হক মৃধা, বহরবুনিয়া ইউনিয়ন আমীর এইচ, এম,গিয়াস উদ্দীন ও যুবনেতা শফিউল আজম,এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ, মোংলা, রামপাল,ইউনিয়ন শাখা থেকে আগত সকল নেতা-কর্মী ও সুধীজন।
আর কে-০১
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর