Sunday, December 15, 2024

যশোরে মারপিট ও জখমের ঘটনায় আপন ভাইসহ চারজনের বিরুদ্ধে মামলা

যশোর শহরের পুরাতন কসবা বিমানবন্দর সড়কের রেজাউল করিম নামে এক ব্যক্তিকে মারপিট ও জখমের ঘটনায় তারই দুই ভাইসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রেজাউলের আরেক ভাই শেখ নাছির উদ্দিন মামলাটি করেছেন। রেজাউল করিম ওই এলাকার মৃত আব্দুর রবের ছেলে।

আসামিরা হলো, রেজাউলের দুই ভাই সুকুর ওরফে আব্বাচ ও জসিম উদ্দিন এবং একই এলাকার কালার ছেলে জসিম ও আরবপুর এলাকার সবুজ । এছাড়া আজ্ঞাত ৩/৪জনের কথা উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, তার বড় দুই ভাইয়ের সাথে আরেক ভাই রেজাউলের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সে কারনে তাকে প্রায় সময় নানা ভাবে হুমকি দিয়ে আসছে। গত ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে ওই চারজনসহ অজ্ঞাত ৩/৪জন রেজাউলের বাড়িতে যায়। এবং বাড়ির সামনে পেয়ে রাম দা দিয়ে তার পায়ে কোপ মারে। পরে তাকে বেদম মারপিট করা হয়। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর