যশোরে চোরাচালান মামলায় এক যুবকের পাঁচবছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ ৭ম আদালতের বিচারক মোহাম্মদ জাহিদ হোসেন টিপু এ আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ। সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালাম ওরফে শাহ আলম সাতক্ষীরা জেলার আগরদাড়ি গ্রামের নইমউদ্দিনের ছেলে ।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি মণিরামপুর রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা খবর পায় এক মাদক ব্যবসায়ী সাতক্ষীরা সিমান্ত দিয়ে ফেনসিডিল নিয়ে মণিরামপুরের দিকে আসছে। পরে তারা রাজগঞ্জ বাজারে অবস্থান করেন।
এসময় একটি ভ্যানে করে শাহ আলমকে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের। রাত সাতটা ৫০ মিনিটে শাহ আলমের কাছথেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মোল্লা জিয়াদুজ্জামান আদালতে শাহ আলমকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষনার দিনে বিচার তার সাজা প্রদান করেন একই সাথে পলাতক থাকায় শাহ আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
রাতদিন সংবাদ