Tuesday, December 10, 2024

যশোরে দু’ভাইকে কুপিয়ে জখম

যশোর শহরের পুরাতন কসবা বিমানবন্দর সড়কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ওই এলাকার মৃত আব্দুর রবের ছেলে নাছির উদ্দিন (৪২) ও রেজাউল করিম (৪৪)।

এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহতরা জানান, তাদের সাথে অপর দু’বড় ভাই শুকুর ওরফে আব্বাস ও জসিমের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়দিন ওই দু’বড় ভাই তাদের মারপিট ও হত্যার হুমকি দিচ্ছিল। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাদের ভাইদের মধ্যে বিরোধ হয়। এ সময় শুকুর ও জসিম টাকার বিনিময়ে আরবপুর থেকে ছোট জসিম, সবুজ ওরফে কাওরা সবুজসহ অজ্ঞাত পরিচয়ের ৫-৬ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে নাছির উদ্দিন ও রেজাউল করিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার সাকিব মোহম্মদ আল হাসান জানান, আহত রেজাউল করিমের মুখে ও নাসির উদ্দিনের পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

 

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর