Tuesday, December 10, 2024

বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আরও চারজন আটক

যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আরও চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

তারা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া পদ্মবিলা গ্রামের গোলাম মোস্তফা সরদারের ছেলে সবুজ হোসেন, ঘুনি গ্রামের অজগর মোল্লার ছেলে রিপন, গাইদগাছী গ্রামের আমজাদ হোসেনের ছেরে আশরাফুল ইসলাম ও চাউলিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে রোকনুজ্জামান। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান পৃথক অভিযানে এ চারজনকে আটক করে।

পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের মধ্যে সবুজ,রিপন ও আশরাফুল পুনরায় গত সোমবার বিকেলে কানাইতলা গ্রামে নাশকতার চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাহিয়ান।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুর।

 

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর