জাকির হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আবু বকর আবুর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে স্মরণসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু ও মিজানুর রহমান খান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিএনপির নেতা আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবির প্রমূখ।
এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানে শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবুসহ ৮ জন প্রার্থী ২০১৮ সালের ১২ নভেম্বর দলীয় ফরম কেনেন। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেওয়ার জন্য রাজধানীর পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে ৪র্থ তলায় ৪১৩ নম্বর রুমে অবস্থান করছিলেন। কিন্তু ১৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। সেখানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবু বকর আবুর মরদেহ শনাক্ত করেন তার আপন ভাইপো হুমায়ুন কবির।