অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার ভিসা কেয়ার লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
সোমবার যশোর শহরতলীর মুড়লীর জবেদ হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসমিরা হলো ঢাকা বনানী সি-ব্লকের ৮ নম্বর রোডের ৬০ নম্বর বাড়ির ৫ম তলার ভিসা কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শান্ত রহমান বাবু ও ম্যানেজার মুক্তার।
মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুকে অস্ট্রেলিয়ায় যাওয়ার বিজ্ঞাপন দেখে ভিসা কেয়ার লিমিটেডে যোগাযোগ করেন জবেদ হোসেন। ভিসা কেয়ারের পক্ষ থেকে আসামিরা ৪৫ দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রস্তাব দেয়া হয়। আসামিদের কথা রাজি হয়ে জবেদ হোসেন ঢাকার অফিসে যেয়ে স্টাম্পে চুক্তি নামা করেন।
২০২৩ সালের ২২ আগস্ট জবেদ হোসেন আসমিদের নয় লাখ টাকা প্রদান করে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। পরবর্তীতে আসামিরা চুক্তি ভঙ্গ করে আরও আরও চার লাখ টাকা দাবি করেন। নিরুপায় হয়ে জবেদ হোসেন আসামিদের ব্যাংক হিসাবে তিন লাখ ২৫ হাজার টাকা জমা দেন।
এছাড়া বিভিন্ন সময় আসামিরা বিকাশের মাধ্যমে আরও ৭৫ হাজার টাকা নেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা জবেদ হোসেনকে অস্ট্রেলিয়া পাঠাতে ব্যর্থ হয়। ফলে জবেদ আলী তার দেয়া ফের চান আসামিদের কাছে। আসামিরা টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন। গত ২৫ অক্টোবর আসামিরা জবেদ হোসেনকে মীমাংসার জন্য যশোর আইনজীবী সমিতির আসতে বলেন। সালিসে জবেদ আলী তার দেয়া ১৩ লাখ টাকা ফেরত চাইলে আসামিরা না দিয়ে চলে যান। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।