Tuesday, December 10, 2024

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমবাগের আপন দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক- পিতার অসুস্ততার কথা শুনে দুই ভাই ছুটে এসেছিল ঢাকা থেকে। বাবাকে দেখে ফিরছিলো কর্মস্থলে,কিন্তু যোগদিতে পারলোনা কর্মস্থলে,সড়ক দূর্ঘটনায় প্রান হারিয়ে এবার লাশ হয়ে ফিরতে হল বাড়িতে। রবিবার (১৭ নভম্বর) সকালে মটরসাইকেল যোগে আপন দুই ভাই বাড়ি থেকে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। পোস্তগোলা নামক স্থানে পৌছালে এক্সপ্রেস হাইওয়েতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় দুই ভাই সাকিব (২৫) ও শাকিল (২৩)।

পারিবারিক সুত্রে জানা যায় নিহতরা হলেন অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের আবুল মোল্যার মেজো ও ছোট ছেলে। তারা দুজনেই ঢাকায় চাকুরী করতো। গত ২দিন আগে নিহতের বাবা স্ট্রোক করেছেন এই শুনে ঢাকা থেকে বাবার কাছে ছুটে আসেন। রবিবার সকালে রওনা হয় কর্মস্থলের উদ্দেশ্যে কে জানতো সন্ধ্যায় ফিরবে নিথর দেহ। দুর্ঘটনার কোন প্রত্যক্ষদর্শী না পাওয়ায় ধারনা করা হচ্ছে মোটরসাইকেল অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়েই নিহত হয় দুই ভাই। পরিবার ও এলাকাবাসীর আহাজারীতে এলাকায়কায় শোকের মাতম চলছে।

রবিবার রাত ১০.৩০ মিনিটে নিজ বাড়িতে নামাজে জানাযা ও দাফন সম্পন্ন করা হবে।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর