চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ শুক্রবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহন করেন। এ উপলক্ষে প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্ঠা অধ্যাপক মসিউল আযম, সিনিয়র সাংবাদিক নির্বাহী সদস্য হেদায়েত খান, সহ-সভাপতি আলমগীর কবীর, কোষাধ্যক্ষ মহব্বত আলী, দফতর সম্পাদক তৌহিদ আহম্মেদ ফিট্টু, আলী রেজা রাজু, রফিকুল ইসলাম প্রমূখ। সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় আগামী ১ জানুয়ারী প্রেসক্লাবের দুই যুগ পূর্তি পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সূচি নিয়ে আলোচনা করা হয়।