Sunday, December 15, 2024

লোহাগড়ায় জিয়া মঞ্চ সংস্কারের উদ্যেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় জিয়া মঞ্চ সংস্কারের উদ্যেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার(১৬ নভেম্বর) সকালে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আমিনুর রহমান বাবলুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, লোহাগড়া পৌরসভা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লোহাগড়া পৌরসভার বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ মিলু শরীফ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোঃ নেওয়াজ আহম্মেদ ঠাকুর,উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ সবুর আলী, পৌর সভার বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ মশিয়ার রহামন সান্টু, পৌরসভার সাবেক বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নজরুল মোল্যা, উপজেলা নবনির্বাচিত বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,যুবদল নেতা মোঃ লাক্সী সোহেল, বিএনপি নেতা সৈয়দ এস্মোথ আলী প্রমুখ।

এসময় আরও উপজেলা ও পৌরসভার বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অত্র বিদ্যালয়ের মাঠে গত ১৯৭৯ সালে এ জিয়া মঞ্চ তৈরী করা হয়েছিল। এ জিয়া মঞ্চকে সংস্কার করে আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর