আগেই ঘোষণা দিয়েছিলেন জাতীয় লিগের পঞ্চম রাউন্ড খেলে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন ইমরুল কায়েস। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনার হয়ে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগতভাবে ব্যর্থ হওয়ার পাশাপাশি তার দল খুলনা বিপর্যয়ে পড়েছে। ঢাকার বোলার সুমন খানের গতির কাছে পরাস্ত হয়ে তারা ১৭২ রানে অলআউট হয়। প্রথম দিনের শেষ বিকেলে ঢাকা ৫৮ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইমরুলের বিদায়ে ম্যাচকে ঘিরে আলোচনা চলছিল। কিন্তু পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকতে পারলেন না তিনি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। শুধু ইমরুল নন, দলের টপ অর্ডার ব্যাটার সবাই কমবেশি ব্যর্থ হয়েছেন। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন।
ঢাকার বোলারদের মধ্যে সুমন সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নেন এনামুল হক ও মাহফুজুর রহমান রাব্বি।
খুলনাকে অল্প রানে অলআউট করে ব্যাটিং নেমে ঢাকাও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ২১.১ ওভার ব্যাটিং করে তারা পঞ্চাশ ছাড়িয়ে দিন শেষ করেছে। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর ৩২ রানে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছে আরিফুল ইসলাম (১৫) ও মোসাদ্দেক হোসেন সৈকত (২০) জুটি। রবিবার ১১৪ রান পিছিয়ে থেকে ৭ উইকেট হাতে রেখে দিন শুরু করবে ঢাকা।
খুলনার বোলারদের মধ্যে আল আমিন হোসেন দুটি এবং আব্দুল হালিম একটি উইকেট নিয়েছেন।
-অনলাইন ডেস্ক