Sunday, December 15, 2024

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চান জেলেনস্কি

আগামী বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান নিশ্চিতে সবকিছুই করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এই যুদ্ধ কূটনীতির মাধ্যমে শেষ করতে চান তিনি। শনিবার এক রেডিও সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন জেলেনস্কি।

সাক্ষাৎকারে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কঠিন এবং এতে রাশিয়া আরও অগ্রসর হচ্ছে বলে স্বীকার করেছেন জেলেনস্কি। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসানে শান্তি চুক্তিতে রাজি হতে আগ্রহী নন।
গত ৫ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তার সম্ভাব্য প্রশাসনের পক্ষ থেকে রাশিয়া যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়ে দিয়েছেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাতে বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন আইন। জেলেনস্কি বলেছেন, মার্কিন আইন অনুযায়ী আগামী জানুয়ারিতে অভিষেকের আগে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আইন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি কোনও দূত অথবা উপদেষ্টার পরিবর্তে কেবল ট্রাম্পের সঙ্গেই কথা বলবেন। ‘‘ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আমি কেবল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কথোপকথনে গুরুত্ব দেব।’’
‘‘আমাদের পক্ষ থেকে আগামী বছর এই যুদ্ধ শেষ করার জন্য আমরা সবকিছুই করবো। কূটনতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই যুদ্ধ অবসানের চেষ্টা চালাবো।’

 

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর