Tuesday, December 10, 2024

জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের ছোট-গফুর প্যানেলের পরিচিতি

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতয়ীতাবাদী আইনজীবী ফোরামের আবু মোর্ত্তজা ছোট-এমএ গফুর প্যানেল পরিচিতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।

ফোরমের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, জাফর সাদিক, মোহাম্মদ ইসহক, দেবাশীষ দাস, সৈয়দ সাবেরুল হক সাবু, রফিকুল ইসলাম রফিক, সভাপতি প্রার্থী আবু মোর্ত্তজা ছোট, সাধারণ সম্পাদক প্রার্থী এমএ গফুর, বদরুজ্জামান মিন্টু, এমআর মঈনুল হক খান ময়না, আরিফুল ইসলাম শান্তি, গোলাম মোস্তফা মন্টু, কাজী মসরুর মুর্শীদ বাপী, তহমিদ আকাশ, প্রমুখ।

সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি পদে বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা ছোট, সহসভাপতি পদে আব্দুল লতিফ মোড়ল ও গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, যুগ্ম সম্পাদক পদে নূর আলশ পান্নু, সহকারী সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকী ও সেলিম রেজা, গ্রন্থগার সম্পাদক পদে ইলিয়াস সাহাদত এবং সদস্য পদে মাধবেন্দ্র অধিকারী, তরিকুল ইসলাম বাপ্পী, এনামুল আহসান টিটুল, মঞ্জুরুল মাহমুদ লিটু ও মৌলুদা পারভীন।

সভায়, বক্তরা পূর্বের সকল ভেদাভেদ ভুলে ছোট-গফুর প্যানেলের প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে দীর্ঘ দিনের বিরোধ নিস্পত্তি করে ফোরমের সকলকে এক কাতারে সামিল করতে পারায় ফোরামের সিনিয়র আইনজীবীদের কৃতজ্ঞতা জানিয়েছেন বক্তরা।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর