মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জপৌর শহরের দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছ।
বুধবার বিকেল ৪ টায় শহরের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম।
বাজারের কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিজান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা লঙ্ঘনের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা শর্মি রায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স না থাকা অতিরিক্ত বেডসহ বিভিন্ন অপরাধের দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ীদের সতর্ক করে বিভিন্ন নির্দেশনা দেন এবং তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আর কে-০১