Saturday, December 14, 2024

যশোরে তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাগপার দোয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সংগঠনের যশোর জেলা শাখার পক্ষ থেকে বুধবার দুপুরে খুলনা স্ট্যান্ড ফলপট্টি নূরে মদিনা দারুল উলুম নাছিরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন এই সমাজের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের নেতা। তরিকুল ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি না। তরিকুল ইসলাম দেশ ও জাতির সম্পদ। দেশের বর্তমান অবস্থায় তরিকুল ইসলামের মত একজন নেতার খুবই প্রয়োজন ছিল। তার আদর্শ বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবিত তরিকুল ইসলামের চাইতে মৃত তরিকুল ইসলাম এখন অনেক বেশি শক্তিশালী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র যশোর জেলা বিএনপি নেতা আলহাজ্ব মারুফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাগপা নেতা শুকুর আলী গাজী। উপস্থিত ছিলেন-যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম লিটন, জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওই মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হযরত মাওলানা মুফতি মাহদী হাসান ও হাফেজ হুসাইন আহমাদ। অনুষ্ঠানে প্রায় অর্ধশত শিক্ষার্থীকে কোরআন শরীফ দেয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর