Saturday, December 14, 2024

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে অপহৃত কলেজ ছাএীকে উদ্ধার জন্য অভিযান পরিচালনা করে  বেনাপোল পোর্ট থানা পুলিশ । অভিযানে অপহৃত কলেজ ছাত্রীসহ ৪ জনকে আটক করে পুলিশ । ইজিবাইক বিক্রির নামে  প্রতারনা মামলায় ১ এবং ৭ বছরের জিআর সাজা পরোয়ানাভূক্ত ১ জন ও অপহরন মামলায় ২জন অসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রবিবার সকালে (১০ নভেম্বর)  বেনাপোল  শিবনাথপুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে  সনিয়া আফরিন (১৬) কে  কদমতলা এলাকা হতে কৌশলে অপহরন করে কাগজপুকুর গ্রামের আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন বাবু ও আব্দুস সালামের ছেলে  বিল্লাল হোসেন হৃদয়সহ কয়েকজন যুবক।
মেয়েকে অনেক খোঁজাখুজির পর বেনাপোল পোর্ট থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ  ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার  রাতে ভিকটিমকে উদ্ধার করে ও
হৃদয় হোসেন বাবু ও বিল্লাল হোসেন হৃদয় আটক করা হয়।
এদিকে, মঙ্গলবার চারটি ইজিবাইক বিাক্রি বাবদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতারনা ও আত্মসাৎ ঘটনায় আটক করা যশোরের আব্দুল করিমের ছেলে জামাল উদ্দিন ও ৭ বছরের জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী বেনাপোলের মহর আলীর ছেলে মোক্তার হোসেনকে আটক করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, মেয়েকে খুঁজে না পেয়ে তার বাবা পোর্ট থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।     বুধবার দুপুরে  যশোর আদালতে  সোপর্দ করা।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর