যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে ডিবির একটি টিম নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আব্দুল খালেককে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ বা কোন মামলা রয়েছে কিনা সেটা পরে জানানো হবে বলে তিনি জানান।
রাতদিন সংবাদ