মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৫ টার দিকে শিশুটির নানা বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত হানিফা ধলগ্রাম ইউনিয়নের নতুনগ্রামের ফয়সাল হোসেনের ছেলে।
ধলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য বদিউজ্জামান জানান, ধলগ্রামে শিশুটির নানা বাড়ী। নানা ইজিভ্যান চালক। বিদ্যুতের সংযোগ দিয়ে ইজিভ্যানে চার্জ লাগিয়ে রেখেছিলেন তার বাড়ীতে। ওই সময় শিশুটি ইজিভ্যানে হাত লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। এসময় তার ডান হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে নেওয়া হয়।
বাঘারপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছে, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আর কে-০৪