Saturday, December 7, 2024

যশোরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

যশোরে জেলা প্রশাসনের সহযোগিতায় সনাক টিআইবি’র আয়োজনে অমিত্রাক্ষর এ জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো: আজাহরুল ইসলাম।

এসময় তিনি বলেন, “শুদ্ধাচার শব্দটির মধ্যেই এর মহাত্ম লুকিয়ে আছে। আমাদের ব্যক্তিগত, পরিবারিক ও সামাজিক পরিসরে শুদ্ধ আচার চর্চা করাই হলো শুদ্ধাচার। তিনি জানান, বাংলাদেশে ২০২৪ এ ছাত্র-জনতার যে অভ্যূত্থান হয়েছে তা আমাদেরকে একটি বিরাট সুযোগ সৃষ্টি করে দিয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে যে, যে ধরণের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন তার জন্য ততটুকু সময় তাকে দিতে হবে। আজকের কর্মশালায় আমরা সবাই নিজ নিজ দপ্তরের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করবো। আমাদের প্রচেষ্ঠা থাকবে আজকের প্রণীত কর্মপরিকল্পনা স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি বাস্তবায়ন করা।”

প্রধান টপিকের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এসডিজি বিষয়ে একটি শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করেন টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী কাজী শফিকুর রহমান।

কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সনাক সদস্য ড. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন অধ্যাপক নওশাদ বানু, অ্যাডভোকেট কামরুন্নাহার কমা, অধ্যাপক তরিকুল ইসলাম, অধ্যাপক সুরাইয়া শরীফ, ইয়েস সদস্য রিয়া আফরিন তরু, রুবেল হোসেন, ওমান গণি, জুবায়ের হোসেন, তানিয়া আক্তার মিলি, সুমা সরকার, রেজা ও অন্যান্যরা।

কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি খুলনা ক্লাস্টারের সমন্বয়কারী মো: ফিরোজ উদ্দিন এবং টিআইবি যশোরের এরিয়া কোঅর্ডিনেটর মো: আব্দুল হালিম।

রাতদিন সংবাদ

 

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর