Saturday, December 14, 2024

বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় শ্রমিক নেতা আটক

যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় যশোর জেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুর।

রাতদিন সংবাদ

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর