যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, রোববার দুপুর একটার দিকে সদর উপজেলার ইছালী নোঙ্গরপুর গ্রামের রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের ওমর আলীর ছেলে।
উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানিয়েছেন, একইদিন বিকেল ৪টার দিকে শার্শা উপজেলার রাঢ়িপুকুর গ্রামের নিজামুল ইসলামকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
এদিকে কোতয়ালি থানার এসআই রঞ্জন কুমার জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া শ্মশানের পাশের একটি আমবাগনের ভেতর থেকে ৩শ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তারা হলো, ওই গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে আল আমিন গাজী এবং ছোট ভেকুটিয়া কলোনী মোড়ের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী।
রাতদিন সংবাদ