Saturday, December 7, 2024

চৌগাছার পলুয়াই ৫ম তম শ্রী শ্রী কাত্যায়নী পূজা উদযাপন

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছা পলুয়া গ্রাম সার্বজনীন কালীতলায় উৎসব মুখর পরিবেশে ভক্তবৃন্দ সমাগমে ৫দিন ব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্চে । রবিবার (১০ অক্টোবর) উপজেলা ২ নং পাশাপোল ইউনিয়নে পলুয়া গ্রামে সার্বজনীন কালীতলায় ৫ ম তম কাত্যানী পূজার নবমী পূজা ও সোমবার (১১নভেম্বর) বিজয় দশমীর মাধ্যমে শ্রী শ্রী কাত্যায়নী পূজার কাত্যায়নী দেবীর বিসর্জন পূজা শেষ হবে । শ্রী শ্রী কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সরজিত বিশ্বাস,সাধারণ সম্পাদক শ্রী গোকুল নিশ্বাস,সাংগঠনিক সম্পাদক তপন সরকার, সদস্য বাবু হালদার,ক্ষুদিরাম হালদার, রনজিত চক্রবর্তী, বাসিদেব অধিকার, ভীম, বিমল বিশ্বাস ও উপদেষ্টা অশোক বিশ্বাস।স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন শিমুল বিশ্বাস, সুধাংংশু বিবাস,অপূর্ব বিশ্বাস, সুব্রত বিশ্বাস, প্রহ্লাদ বিশ্বাস, সোনাতন বিশ্বাস, বিপুল বিশ্বাস, ভক্তো বিশ্বাস, প্রান্ত বিশ্বাস, অন্তর বিশ্বাস, সৌরভ বিশ্বাস, নয়ন বিশ্বাস ।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর