রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইফ কারাগারে

যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল গোলাম কিবরিয়া তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া এই মামলায় আরো পাঁচজনকে আটক করা হয়েছে।

তারা হলেন, সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ রানা, গাইদগাছি গ্রামের মিজানুর রহমান স্বপন , শালিয়াট পূর্বপাড়া স্কুলমাঠ এলাকার পারভেজ ইসলাম, শহরের পূর্ববারান্দীপাড়া বটতলা এলাকার আরিফুল ইসলাম এবং বারান্দীপাড়া বৌবাজার এলাকার আলমগীর হোসেন পিন্টু। মাহমুদ হাসান লাইফ দীর্ঘদিন আত্মগোপনে থেকে রোববার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুর।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর