Saturday, December 14, 2024

যশোরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

যশোরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ত ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, চৌগাছা উপজেলার দিঘলসিংহ বিলধারপাড়ার আহসান উল্লাহ পাটোয়ারির ছেরে সেলিম ও দিঘলসিংহ মাঝেরপাড়ার ইমদাদুল হকের ছেলে ইয়াসিন আলী।

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১২ নভেম্বর ভোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের কাছে খবর আসে চৌগাছার মাশিলা বাজারে মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক একটি টিম ওই গ্রামে অভিযান চালায়। নদীর পাড়ে ওই দুইজনকে দেখতে পেয়ে ঘেরাও করে। এসময় সেলিমের মাথায় থাকা একটি প্লাসিটকের বস্তা থেকে ১শ’৪০ বোতল ফেনসিডিল ও ইয়াসিনের মাথায় থাকা আরেকটি বস্তা থেকে আরও ১শ’১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে চৌগাছা থানার পরিদর্শক হেলাল উদ্দিন ভুইয়া ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদেন।

রোববার এ মামলার রায় ঘোষনার দিনে আসামিদের উপস্থিতিতে বিচারক তাদের দুইজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর