Saturday, December 14, 2024

যশোরে দম্পতিকে জিম্মি করে চাঁদাবাজির সময় একজন আটক

যশোরে মেডিকেল শিক্ষার্থী দম্পতিকে জিম্মি করে চাঁদাবাজির সময় নিশানুর রহমান অন্তর (২২) নামে এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক নিশানুর রহমান অন্তর বড় ভেকুটিয়া গ্রামের শেখ আব্দুল আলিম হারুনের ছেলে। তাকেসহ ৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল ইসলাম। অপর আসামিরা হলেন, ভেকুটিয়ার টনি, জিসান, রানা, হাসান, রিফাত হাসান হৃদয় ও আলম।

মামলায় রাকিবুল ইসলাম উল্লেখ করেছেন, তিনি এবং তার স্ত্রী যশোরে আর্মি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার সুবিধার্থে তারা বড় ভেকুটিয়া গ্রামের মেহেদী হাসানের বাড়িতে ভাড়া থাকেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উল্লিখিত আসামিরা কলিং বেল বাজালে রাকিবুল ইসলাম দরজা খুলে দেন। এ সময় আসামিরা জোরপূর্বক ঘরের ভেতর ঢুকে তারা স্বামী-স্ত্রী নন এবং অবৈধভাবে রয়েছেন এ কথা বলে রাকিবুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা রাকিবুল ইসলামকে মারধরও করেন। এক পর্যায়ে তারা ভয়ভীতি দেখিয়ে রাকিবুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে থাকা ২৫ হাজার টাকা এবং স্ত্রীর নগদ অ্যাকাউন্টে থাকা ৩০ হাজার টাকা উত্তোলন করে নেন। এছাড়া তারা র রাকিবুল ইসলামের স্ত্রীর দামী মোবাইল ফোনসেট কেড়ে নেন। এরই এক ফাঁকে রুমের বাইরে গিয়ে মোবাইল ফোনে বিষয়টি যৌথ বাহিনীকে জানান রাকিবুল ইসলাম। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চাঁদাবাজদের মধ্যে অন্তরকে আটক করে। অন্যরা কৌশলে পালিয়ে যায়।

রাতদিন সংবাদ

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর