Saturday, December 14, 2024

বিএনপির অফিসে হামলা, ভাঙচুর মামলায় দুইজনকে আটক

যশোর জেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, শহরের চাঁচড়া রায়পাড়ার নুরু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও সদর উপজেলার হাশিমপুর গ্রামের কেরামত আলীর ছেলে ইকরামুল কবীর।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানিয়েছেন, গত ৪ আগস্ট বিকেলে শহরের লালদিঘির পশ্চিমপাড়ে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।

মামলার আসামি সাইফুল ইসলাম ও ইকরামুল কবীরকে আটকের পর শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাতদিন সংবাদ

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর