মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত কমিটি আগামী দুই বছর প্রেসক্লাবের উন্নয়নে পরিকল্পনা সাধারণ সদস্যদের অবহিত ও তাদের মতামত গ্রহনের জন্য এবারই প্রথম বিশেষ সাধারণ সভায় আয়োজন করে।
শনিবার প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায়। সভায় বক্তৃতা করেন কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি অশোক অধিকারী, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান ও আইয়ুব খান, সদস্য দিলীপ মোদক, কবির হোসেন, হাজী রুহুল কুদ্দুস, রুহুল আমিন খান প্রমুখ।
সভায় প্রেসক্লাবের ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা, বিশেষ সাধারণ সভার আয়োজনের জন্য নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার আশা প্রকাশ করেন।
আর কে-০৮