Saturday, December 14, 2024

জামায়েত নেতা সজল হত্যার কারণ জানিয়ে আদালতে জবানবন্দি

যশোরের খোলাডাঙ্গায় জামায়াত নেতা ও স্যানেটারি ব্যবসায়ী আমিনুল ইসলাম সজল হত্যা মামলার প্রধান আসামি স্মরণকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। একই সাথে আদালতে হত্যার কারণ বর্ণনা দিয়েছেন তিনি।

শনিবার আদালতে জবানবন্দি গ্রহণ শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃরহমত আলী স্মরণকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাটের শরণখোলার এক আত্বীয় বাড়ি থেকে তাকে আটক করে।

র‌্যাব জানায়, স্মরণ এ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও কিলার।

আদালত সূত্র জানায়, আদালতে দেয়া জবানবন্দিতে স্মরণ জানিয়েছেন ঘটনার ১৫/২৫ দিন আগে সজলের সাথে স্বরণও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এরপর তারা সজলকে উচিৎ শিক্ষা দেয়ার পরিকল্পনা করে। ঘটনার দিন তারা আগে থেকেই উৎ পেতে খোলাডাঙ্গা রেল লাইপের পাশে অপেক্ষা করছিলো। সজলকে সাইকেলে আসতে দেখে তাকে থামতে বলা হয়। প্রথমে তাকে ছুরিকাঘাত করে রবিন। এরপর স্মরণ ছুরিকাঘাত করে। এসময় সজল আহত অবস্থায়ই স্মরণকে মারে। এতে করে অন্যরা ক্ষিপ্ত হয়ে উঠে সকলে একসাথে একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে জানতে পারেন মারা গেছেন সজল।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে দোকানের বেচাকেনা করে এশার নামাজ আদায়ের জন্য বের হন সজল। সার গোডাউনের পেছনের আইয়ুব গাজীর বাড়ির সামনে পৌঁছালে স্মরণসহ ১৩/১৪জন তার পথ আগলে ধরে। এরপর কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর