মাগুরা প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির একাংশের আয়োজনে শুক্রবার (৮ নভেম্বর) বিকালে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র ইকবাল আক্তার খান কাফুর।
এসময় শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. এমএ রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম, জেলা বিএনপি’র নেতা খান আমিনুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপি নেতা জহুরুল হক মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি টুকু খান, উপজেলা ছাত্রদল নেতা হাসান মিয়া এবং মেহেদী হাসান অন্তর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আওয়ামী আমলের দীর্ঘ ১৬ বছরের অন্যায়, জুলুম, নির্যাতন ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গণহত্যার বিচারের দাবি করেন। সেই সাথে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের কঠোর হুশিয়ারি দেন বক্তারা।
আর কে-০৬