যশোরে আলাদা অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
এরা হলো, রামনগর স্কুলপাড়ার হাফিজুর রহমানের ছেলে রকি হোসেন (২০), মোতালেব আলীর ছেলে চাঁদ আলী শেখ (২১) এবং দক্ষিণপাড়ার শহিদ হোসেন সরদারের ছেলে ওয়ালিদ হাসান (২১)। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম হোসেন জানান, শহরতলীর শেখহাটি এলাকার হযরত আলী পাশা (২০) নামে একজন মাদক ব্যাবসায়ী ১ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ শনিবার দুপুরে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। আটক হযরত আলী যশোর শহরের শেখহাটি এলাকার ফজলু বিশ্বাসের ছেলে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার রামনগর গ্রামের পরিত্যাক্ত টাউন ইট ভাটার সামনে থেকে তিনজনকে আটক করা হয়।
রাতদিন সংবাদ