Saturday, December 7, 2024

নওয়াপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় চার দোকান ভস্মীভূত: ৩৫ লাখ টাকার ক্ষতি

বিশেষ প্রতিনিধি– যশোর অভয়নগরের নওয়াপাড়ায় বেঙ্গল রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহ সড়কের পাশে আনোয়ার হোসেন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫ লক্ষ টাকার ক্ষতির দাবি করছেন মাকের্ট মালিক ও ব্যবসায়ীরা। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মার্কেট মালিকের ছেলে আলমগীর হোসেন বলেন. আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের প্রস্ততি নেওয়ার সময় মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মোধ্য আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩০ মিনিট পর নওয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ততোক্ষণে একটি ওয়েল্ডিং, দুইটি ফার্নিচার দোকান, স্টেশনারিসহ চারটি দোকান আগুনে ভুস্মিভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৩৫ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী রিপন হোসেন বলেন, শুক্রবার বন্ধের দিন হওয়ার কারনে বাড়িতে ছিলাম। খরব পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাঁয় হয়ে গেছে। বিভিন্ন এনজিও থেকে টাকা নেওয়া আছে। তাদের টাকা কেমন করে পরিশোধ করবো ভেবে পারছি না।
ওয়েল্ডিং দোকানের মালিক নূর ইসলাম বলেন, আমার ঘরে অনেক দামি মেশিনারিজ ছিলো সব পড়ে ছাঁয় হয়েছে কিছু অবশিষ্ট নাই। আবার সব নতুন করে কিনতে হবে অনকে টাকার দরকার কেমন করে এই টাকা যোগার হবে বুঝতে পারছি না।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ¯েটশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বেঙ্গল রেলগেট এলাকা থেকে অগ্নিকান্ডের খবর পাই। দ্রæত ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণ করা হয়। কোন একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে হয়েছে। পূর্ন তদন্তের পর আগুনে ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান বলা সম্ভব হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর