Saturday, December 14, 2024

যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলায় আটক রাসেল তিন দিনের রিমান্ডে

অভয়নগর উপজেলা যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যা মামলায় আটক রাসেল মিনারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। রাসেল মিনা অভয়নগরের নওয়াপাড়া গ্রামের লতিফ মিনার ছেলে। এর আগে আটক সাগর কাজী এ হত্যার সাথে জড়িত ও অপর জড়িদের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দিয়েছিল।

মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১১ ফ্রেব্রুয়ারি রাত ১০টার সময় নওয়াপাড়া নূরবাগ থেকে নিজ বাড়ি তরফদারপাড়ায় যাচ্ছিলেন যুবলীগ নেতা মুরাদ হোসেন। পতিমধ্যে সন্ত্রাসীদের হামলায় নিহত হন যুবলীগ নেতা মুরাদ হোসেন। এ ঘটনায় নিহতের বোন নীলিমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ হত্যা মামলার আসামি রাসেল মিনারকে আটক ও সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর