Saturday, December 7, 2024

যবিপ্রবির উন্নয়ন-অগ্রযাত্রায় আপনাদের পাশে চাই: উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেছেন, ‘যশোরের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাস অতি প্রাচীন। আপনাদের দীর্ঘদিনের আন্দোলন ও চাওয়া-পাওয়ার ফসল হলো এ প্রাণের বিদ্যাপীঠ। বৃহত্তর যশোর জেলার সন্তান হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমি আপনাদের পাশে চাই।’

মঙ্গলবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতিবিনিময় সভায় অধ্যাপক ড মোঃ আব্দুল মজিদ সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় যবিপ্রবির ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মনিবুর রহমান, ড. মো. কোরবান আলী, ড. মোহাম্মদ কামাল হোসেন, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হকসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতিবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ বিভিন্ন গঠনমূলক প্রশ্ন ও পরামর্শ দেন। যবিপ্রবির প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রশ্ন ও পরামর্শগুলো ইতিবাচক গ্রহণ করে ভবিষ্যতে তা কার্যকর করার জন্য লিপিবদ্ধ করা হয়।

রাতদিন সংবাদ/আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর