Saturday, December 14, 2024

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে বিশেষ অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান (৪৩) কে আটক করেছে র‌্যাব-৬, যশোরের সদস্যরা। আটককৃত হলেন, পুটখালী ইউনিয়নের মাঠপাড়া গ্রামের মৃত জাহান আলীর ছেলে মনিরুজ্জামান।

সোমবার দিবাগত ভোর রাতে পুটখালী ইউনিয়নের মাঠপাড়া গ্রামে ফেনসিডিল কেনা-বেচার সময় র‌্যাব-৬, যশোরের সদস্যরা অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামীকে আটক করে। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র‌্যাব-৬ যশোরের রাসেল জানায়, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দির্ঘদিন ধরে বেনাপোল সীমান্তে বিভিন্ন মাদকদ্রব্য ও ফেনসিডিল কেনা-বেটা করে থাকে। আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাতদিন সংবাদ/আর কে-০৫

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর