Saturday, December 14, 2024

দরাজহাটের মাদক ব্যবসায়ি বুড়ির সতর্কতা, সিসি ক্যামেরা স্থাপন, ব্যবসায়ীদের নজরদারি

যশোরের বাঘারপাড়া দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় কুখ্যাত মাদক সম্রাজ্ঞী বুড়ির অবাধ মাদক ব্যবসার কারণে মারাত্মক আইন শৃঙ্খলাজনিত ঝুকিতে রয়েছে এলাকাবাসি। যে কোন সময়ে ঘটতে পারে নানান ধরনের হামলার ঘটনা।এব্যাপারে এলাকাবাসি আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় সুধীজনদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

গত সপ্তাহে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকায় মাদকব্যবসায়ী বুড়ি ও তার ৪ ছেলেমেয়েকে নিয়ে অবাদ মাদক ব্যবসার সংবাদ ছাপা হলেও দৃশ্যমান কোন পরিবর্তন চোখে পড়েনি স্থানীয় বাসিন্দাদের। এতেই যেন রমরমা বাণিজ্য আরো বেড়েছে মাদক ব্যবসায়ী এই পরিবারের।

নাম প্রকাশ না করার সর্তে স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছে আগে বুড়িকে অনেকে না চিনলেও সংবাদ প্রকাশের পর থেকেই বুড়ি ও তার পরিবারের মাদক ব্যবসা যেন আরো বেড়ে গেছে। এখন দুর দুরন্ত থেকেও মাদকখোররা আসছে বুড়ির কাছে। এছাড়াও তারা স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে নিয়োগ দিয়েছে যাতে কেউ তাদের বাড়ি বা আশেপাশে ভিড়তে না পারে। অচেনা কেউ বা কাউকে তাদের বাড়ির এলাকায় দেখলেই কি কারনে তারা এখানে এসেছে বা কি কাজ এমন ভাবে জেরা করছে। নানা রকম হুমকি ধামকি দিয়ে তাদের ওখান থেকে চলে যেতে বাধ্য করছে।

জগলু তার পেটোয়া বাহিনি দিয়ে এলাকায় হুমকি দিচ্ছে,কেউ তাদের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করলে তাদেরকে দেখে নেবে। দরকার হলে তাদেরকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেবে।

একটি সুত্রে জানা গেছে পত্রিকায় সংবাদ প্রকাশ হবার পরই মাদক ব্যবসায়ি বুড়ি তার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে দেখভাল করছে। যাতে তার বাড়ির আশে পাশে কেউ আসতে না পারে।

সুত্রটি আরো জানিয়েছে মাদক ব্যবসার সুবিধার জন্য নিজেই একটি ইজিবাইক কিনেছে।সেটি ভাড়া না দিয়ে নিজেই বা মেয়েদেরকে বোরকা পরিয়ে নানা কৌশলে বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য (ইয়াবা/গাঁজা) চালান নিয়ে যায়, যাতে কেউ সন্দেহ না করতে পারে।

দরাজহাট এলাকার এই কুখ্যাত মাদক সম্রাজ্ঞী বুড়ির মাদকের রমরমা ব্যবসার কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট সহ উঠতি বয়সে যুবকেরা বিপথগামী হচ্ছে। একই সাথে মাদকখোরদের অবাদ চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার শান্তিকামি মানুষ।

উল্লেখ্য বাঘারপাড়ার দরাজহাটের হাতি আমতলা এলাকায় মাদক ব্যবসায়ি বুড়ি তার চার ছেলেমেয়ে পারভিন, নাসরিন, জগলু ও বুলেটকে নিয়ে তার রমরাম মাদক ব্যবসা চালাচ্ছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানিয়েছেন, দরাজহাট এলাকায় মাদক ব্যবসায়ি বুড়ি বিগত ৩ বছর আগে এলাকায় জমি কিনে প্রায় ৫০ লাখ টাকা খরচ করে বাড়ি বানিয়ে তার কারবার চালিয়ে যাচ্ছে অবাধে।মাদক ব্যবসায়ি বুড়ি তার মাদক ব্যবসার শুরুতে কুষ্টিয়ায় থাকলেও বর্তমানে সে যশোরের দরাজহাট থেকে ব্যবসা পরিচালনা করছে।

বুড়ির দুই মেয়ে পারভিন ও নাসরিন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে ঢাকায় মুগ্ধাপাড়ার বাসায় রেখে সুযোগ মতো কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে যশোরে পাঠায়। তার দুই ছেলে জগলু এবং বুলেট মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে যশোর-খুলনার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে থাকে।

তার এই মাদক ব্যবসার শুরুতে গ্রামের সাধারণ জনগণ বুড়ির বিরুদ্ধে মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করলেও অধরা থেকে গেছেন তিনি সহ তার পরিবার। বুড়ির ছেলে জগলু ও বুলেট যশোর শহরের বেজপাড়া, বারান্দিপাড়া, রায়পাড়া, সেখহাটি, ঘোপ বেলতলা, ধর্মতলাসহ চাঁচড়ার বিভিন্ন স্থানে অভিনয় ভাবে মাদক সরবরাহ করে থাকে।

এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী মাদক কারবারিসহ দুই ছেলে, দুই মেয়েকে নিয়ে ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বুড়ির কারণে এলাকার অনেক উঠতি বয়সি ছেলেরাও এখন মাদকাসক্ত হয়ে পড়েছে। এদের চালচলনে উগ্রতার কারণে ভয়ে গ্রামের কেউ এদের বিরুদ্ধে কোন কথা বলা বা মাদক ব্যবসায় বাঁধা দিতে সাহস পাচ্ছে না।কারন তাদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানি করে থাকে বলে এলাকার অনেকেই জানিয়েছেন। বুড়ি যশোর সিটি কলেজ পাড়া এলাকায় থাকা কালে এমন করেছেন অনেকর বিরুদ্ধে।

এ ব্যাপারে যশোরের বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল আলীম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদক ব্যবসায়ী বুড়ির নামে অনেকগুলি মৌখিক অভিযোগ তিনি পেয়েছেন। খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাতদিন সংবাদ/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর