যশোরের ঝিকরগাছায় ডাক্তার সেলিম রেজাকে মারপিটের ঘটনায় ঝিকরগাছায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা ইদ্রিস আলী। ২ নভেম্বর তিনি এ অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি আমলে নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান তদন্তের নির্দেশ দিয়েছে সাব ইন্সপেক্টর আব্দুস সবুরকে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ডাক্তার সেলিম রেজা খুলনার দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল সার্জন হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ‘ফ্যামিলি ডেন্টাল’ নামে একটি চেম্বার খুলে রোগী দেখেন। ওই চেম্বারে বারাকপুর গ্রামের জামাল উদ্দীনের মেয়ে শারমিন নাহার তার ব্যক্তিগত সহকারী হিসাবে কর্মরত আছেন। ৩১ অক্টোবর জামাল উদ্দীন তাকে পরিবারসহ রাতে বাড়িতে দাওয়াত দেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি চেম্বার বন্ধ করে সহকারীর বাড়িতে যান। খাওয়া দাওয়া শেষে রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল যোগে ওই বাড়ি থেকে বের হওয়া মাত্রই বিপুল হোসেন, সাহেব আলী, সনিয়া বেগম, শিমুল হোসেন, কামাল হোসেন, সুমন হোসেন, পিংকু, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ ও আব্দুল কাশেমসহ অজ্ঞাত ৭/৮ জন তার মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ভাংচুর করে ও পকেটে থাকা টাকা নিয়ে চম্পট দেয়।
রাতদিন সংবাদ/আর কে-১০