যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় ৩২ মামলার আসামি সন্ত্রাসী রমজান শেখ হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
তারা হলেন, রতন হোসেন ও আশ্রম রোড মহিলা মাদ্রাসার পাশের মোহাম্মদ আলীর ছেলে মেহেদী মেহেদী হাসান শুভ।
রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
নিহত রমজান পরিবার পরিজন নিয়ে রেলগেট পশ্চিমপাড়া এলাকায় রেলাইনের পাশে সরকারি জমিতে ঘর তৈরি করে বসবাস করতেন। রমজান ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি ফায়েখ শেখ ও রেখা খাতুনের ছেলে। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় রমজান। রাত সাড়ে ৮টার দিকে শ্বশুর বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তার গতিরোধ করে। এরপর তার হাত, পা ও মুখ চেপে ধরে ও অস্ত্র দিয়ে কোপ দেয়। এরপর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে রমজানকে যশোর জেনারেল হসাতপালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা রেখা খাতুন শনিবার আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ১৩ জনের নামে অজ্ঞাত পরিচয় আরো ৭/৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামিরা দীর্ঘদিন পলাতক থেকে রোববার এ মামলায় আত্মসমর্পণ করেন। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ/আর কে-০৭