যশোরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে ১শ’৬৯ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। যার দাম পাঁচ লাখ সাত হাজার টাকা। আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার জিয়াবাড়ি গ্রামের তসলিমের ছেলে আনিছুল রহমান ও দক্ষিন দুয়াড়ি গ্রামের নছিরের ছেলে নুর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লা: লে: মোঃ রাসেল।
তিনি জানান, তাদের কাছে খবর আসে মনিহার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক একটি টিম সেখানে অভিযান চালায়। মনিহার গোলচত্তরের পাশে হিমেল-সিমান্ত বাস কাউন্টারের সামনে আটককৃতদের দেখে সন্দেহ হয়। এসময় তাদের তল্লাশি করলে দুইজনের হাতে থাকা দুইটি ট্রাভেলস ব্যাগ থেকে ১শ’৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। দেশের বিভিন্ন জেলায় রয়েছে তাদের সদস্য। বিশেষ করে সীমান্ত এলাকা থেকে মাদক কিনে সারাদেশে সরবরাহ করে। অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রাতদিন সংবাদ