যশোরে কলেজছাত্রীকে (১৯) ফুসলিয়ে ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টাকালে রাসেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রাসেল সদর উপজেলার ফতেপুর দায়তলা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
ওই কলেজছাত্রী কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এক সপ্তাহ আগে ফেসবুকের মাধ্যমে রাসেলের সাথে তার পরিচয় হয়। এরপর থেকে সে নানা ধরনের কু প্রস্তাব দিতো। তাকে বিয়ের প্রস্তাব দেয়। তিনি রাজি না হলে তাকে ক্ষতির চেষ্টা করে। গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ফুসলিয়ে রাসেল খড়কী রুপকথার মোড়ের ভাড়াবাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। সে সময় তিনি চিৎকার দিলে আসামি তাকে ছেড়ে দেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে তার বগ্নিপতিকে সংবাদ দিলে তিনি এসে তাকে নিয়ে যান। এবং থানায় মামলা করেন।
কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মামলা হওয়ার পর গত রোববার দুপুরে রুপকথার মোড়ের বাড়িন থেকে রাসেলকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
-রাতদিন সংবাদ/আর কে-১৮