লোহাগড়া প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (২ নভেম্বর) লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দায়িত্বশীল সম্মেলন ও বিকালে সুধী সমাবেশ হয়।
উপজেলা আমীর ও জেলা মাসলিসে শূরা সদস্য মাওলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী জামিরুল হক টুটুলের সঞ্চালনায় সকালে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য মির্জা আশেক এলাহী,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আতাউর রহমান বাচ্চু,জেলা সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমঙ্গীর হোসেন, লোহাগড়া পৌর আমীর হাফেজ ইমরান হুসাইন, নড়াইল পৌর আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।
পরে বিকালে সুধী সমাবেশে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক ডাক্তার এস এম গোলাম মোস্তফা,নড়াইল জেলা সহকারী সেক্রেটারী আবুল বাশার, জেলা শূরা সদস্য মাওলানা অহিদুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়ার সাবেক পৌর মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মদ ঠাকুর,অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, ইসলামী আন্দেলনের সভাপতি মাওঃ শামসুল হক, খেলাফত মজলিসের সভাপতি মাওঃ শাফায়াত হোসেন প্রমুখ।
আর কে-১৩