Saturday, December 7, 2024

বাঘারপাড়ায় জাতীয় যুব দিবস পালিত 

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘারপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ ও যুবদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি কর্মকর্তা অজয় কুমার পাল, ওসি (তদন্ত) মকবুল হোসেন, একাডেমিক সুপার ভাইজার ওয়াহিদুজ্জামান বিশ্বাস, সফল যুব উদ্যোক্তা আজাদ আলী, সাব্বির হোসেন প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তাদের ক্রেস্ট বিতরণ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের শপথ বাক্য পাঠ করানো হয়।

আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর